টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৪
গাজীপুরের টঙ্গী এলাকায় একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে সাতটি ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করেছে। এ সময় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ চারজন দগ্ধ হয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর সাহারা মার্কেট এলাকায় একটি পোশাক কারখানার সেমিপাকা টিনশেড কেমিক্যাল গুদামে এই বিস্ফোরণ ঘটে।
আহতরা হলেন ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম, ফায়ার ফাইটার মো. শামীম ও মো. নুরুল হুদা। তবে কারখানার কর্মকর্তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় গুদামে থাকা লোকজন দৌড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে টঙ্গীর সাতটি ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। একপর্যায়ে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণের কারণে ওই কারখানার এক কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের তিন সদস্য দগ্ধ হন। পরে তাদের ঢাকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ফায়ার সার্ভিস (ঢাকা জোন-৩) উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুনের খবর পেয়ে তিনটি ইউনিট সেখানে গিয়ে কাজ করছে। তাদের মধ্যে তিনজন কর্মী আহত হয়েছেন। তিনি আরও বলেন, “বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।”
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে