ডাকসু নেত্রী রাফিয়ার বাড়িতে আগুনের ঘটনায় গ্রেপ্তার ৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু স্বতন্ত্র সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসায় ককটেল নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতজুড়ে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলা ডিবি ও কোতোয়ালি মডেল থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেপ্তার চারজন হলেন—কেওয়াটখালী এলাকার মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার মো. আরিফ (৩০), মো. বিপুল (২১) এবং আকুয়া ওয়্যারলেস গেইট এলাকার মো. রাজন (১৯)।
পুলিশ জানায়, গত বুধবার গভীর রাতে ময়মনসিংহ নগরের ঢোলাদিয়া এলাকায় রাফিয়ার পরিবারের বাড়ির গেইটে হাতবোমা সদৃশ ককটেল নিক্ষেপ করা হয় এবং অগ্নিসংযোগের চেষ্টা করা হয়।
ঘটনার পর বৃহস্পতিবার বিকেলে রাফিয়ার ভাই খন্দকার জুলকারনাইন কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দাখিল করেন, যা পরে মামলায় রূপান্তর করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, গ্রেপ্তার চারজনকে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। একইসঙ্গে ঘটনাটিতে জড়িত অন্যান্য অজ্ঞাত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে