Views Bangladesh Logo

আবু সাঈদ হত্যা মামলায় চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির

 VB  Desk

ভিবি ডেস্ক

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ছাত্র আবু সাঈদকে ২০২৪ সালে জুলাই গণআন্দোলনে হত্যা মামলার চারজন আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) হাজির করা হয়েছে।

আসামিরা হলেন, পুলিশের সাবেক সাব-ইন্সপেক্টর আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ‘নিষিদ্ধ ঘোষিত’ ছাত্রলীগের নেতা ইমরান চৌধুরী আকাশ।

রোববার (১৫ জুন) সকালে অভিযুক্তদের কারাগার থেকে প্রিজন ভ্যানে ট্রাইব্যুনালে আনা হয়।

চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে মামলাটির শুনানি শুরু করতে চলেছেন।

৯ এপ্রিল চার আসামিকে হাজিরের নির্দেশ এবং প্রসিকিউশনকে ১৫ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশনের অভিযোগ, ছাত্রদের নেতৃত্বে বৈষম্যবিরোধী বিক্ষোভের সময় গত বছরের ৯ জুলাই আবু সাঈদকে গুলি করে হত্যা করে পুলিশ। তদন্তে দেখা গেছে, সাবেক এসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায় এই মারাত্মক গুলিবর্ষণে সরাসরি জড়িত ছিলেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, বেরোবির প্রক্টর শরিফুল ইসলাম এবং ছাত্রনেতা ইমরান চৌধুরী আকাশ এই ঘটনায় উস্কানি দেন।

এসব অভিযোগ এবং তথ্যপ্রমাণ পর্যালোচনার পর ট্রাইব্যুনাল পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু করবেন বলে আশাবাদী প্রসিকিউশন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ