Views Bangladesh Logo

গ্রেপ্তারের পর আতাউর রহমান বিক্রমপুরিকে ৩ মাসের আটক আদেশ

সাম্প্রতিক বিভিন্ন ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে সক্রিয় থাকা মাওলানা আতাউর রহমান বিক্রমপুরীকে গ্রেপ্তারের পর তিন মাসের আটক আদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আদেশের প্রেক্ষিতে বুধবার সকালে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। ওই আদেশে তার বিরুদ্ধে তিন মাসের আটক আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, আতাউর রহমান বিক্রমপুরীকে নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্প্রতি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা কার্যালয়ে হামলার ঘটনার পর সামাজিক মাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর তিনি নতুন করে আলোচনায় আসেন। এ সংক্রান্ত বিভিন্ন ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সামাজিক মাধ্যমে তার সর্বশেষ লাইভ বক্তব্য ছিল ২২ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে। ওই লাইভের ভিডিও পোস্ট করে তিনি নিজেই ক্যাপশনে লেখেন, ‘প্রথম আলোর মামলায় আমাকেও গ্রেপ্তার করুন।’ প্রায় ৩৯ মিনিটের ওই লাইভে তিনি প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা নিয়ে নানা মন্তব্য করেন।

আতাউর রহমান বিক্রমপুরী তার ফেসবুক পাতায় নিজেকে ‘প্রিজনার্স রাইটস মুভমেন্ট’-এর প্রতিষ্ঠাতা, ‘আজাদি আন্দোলন বাংলাদেশ’-এর আমির, ‘হুনাফা ইসলামিক স্কুল’-এর প্রিন্সিপাল, ‘মারকাজুল হুনাফা’-এর প্রতিষ্ঠাতা এবং ‘হুনাফা শপ’-এর প্রধান নির্বাহী হিসেবে পরিচয় দিয়েছেন।

এ ছাড়া মঙ্গলবার তিনি ফেসবুকে দেওয়া একটি পোস্টে এনসিপি এবং দলটির কয়েকজন নেতাকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক মাধ্যমে আলোচনা সৃষ্টি করে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ