Views Bangladesh Logo

বিসিবি নির্বাচনের জন্য তিন সদস্যের কমিশন গঠন

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ জন্য শনিবার (৬ সেপ্টেম্বর) বোর্ড তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের সদস্যদের নাম ঘোষণা করা হয়।

কমিশনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেইন। তাঁর সঙ্গে রয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর অতিরিক্ত আইজিপি সিবগাত উল্লাহ এবং জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব)।

গত ১ সেপ্টেম্বর সিলেটে বোর্ড সভার পর জানানো হয়েছিল, অক্টোবরের প্রথম সপ্তাহেই নির্বাচন হবে। সেই সময়ই সভাপতি আমিনুল ইসলামকে কমিশনের সদস্যদের প্রস্তাব দেয়ার দায়িত্ব দেয়া হয়। আজ আনুষ্ঠানিকভাবে সেই তালিকা প্রকাশ করেছে বিসিবি। এখন কমিশন নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করবে।

সভাপতির পদ নিয়ে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বিসিবির পরিচালকরা মোট তিনটি ক্যাটাগরি থেকে নির্বাচিত হন—ক্লাব থেকে ১২ জন (ক্যাটাগরি-১), বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ জন (ক্যাটাগরি-২) এবং সাবেক অধিনায়ক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্য থেকে একজন (ক্যাটাগরি-৩)। এর বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ আরও দুজন পরিচালক মনোনয়ন দেয়।

সব মিলিয়ে ২৫ জন পরিচালক চার বছরের জন্য নির্বাচিত হন। তাঁদের ভোটেই নির্ধারিত হবে বিসিবির আগামী সভাপতি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ