কক্সবাজারে তিন দিনব্যাপী আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন শুরু
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে কক্সবাজারে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে ৪০টি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
বাংলাদেশে রোহিঙ্গাদের ব্যাপক আগমনের আট বছর পার হলেও এখনো কার্যকর সমাধান মিলেনি। বর্তমানে প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের প্রত্যাবাসন, অর্থায়ন ও দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতেই এ সম্মেলনের আয়োজন।
উদ্বোধনী অধিবেশন বিকেল ৪টায় ইনানীর হোটেল বে ওয়াচে শুরু হয়। এটি কক্সবাজার শহর থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে অবস্থিত।
‘টেকঅ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামে আয়োজিত এ সংলাপে অংশ নিচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা।
পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধির দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে তিন দিনে পাঁচটি বিশেষ সেশন হবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার সকালে কক্সবাজার পৌঁছে মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সম্মেলন আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘের সদর দপ্তর নিউইয়র্কে অনুষ্ঠেয় উচ্চপর্যায়ের রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতিমূলক আয়োজন।
সাম্প্রতিক এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, এ সম্মেলনে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন, টেকসই সমাধান, আন্তর্জাতিক অর্থায়ন এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এতে বিদেশি কূটনীতিক, বিশেষজ্ঞ এবং রোহিঙ্গা প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, বৈশ্বিক প্ল্যাটফর্মে রোহিঙ্গা সংকট তুলে ধরা একটি বড় চ্যালেঞ্জ। এ সম্মেলনে রোহিঙ্গাদের সরাসরি বক্তব্য রাখার সুযোগ দেয়া হচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ড. ইউনূসের সফর ও আন্তর্জাতিক দৃষ্টি নিবদ্ধ হওয়ায় পুরো কক্সবাজারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে