সিলেটে অভিযানে আরও ৩৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার, দুজন আটক
সিলেট সদর, কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩৯ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে টাস্কফোর্স। অভিযানটি রোববার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে। এ সময় দুজনকে আটক করা হয়েছে।
অভিযান সংশ্লিষ্টরা জানিয়েছেন, সকালে সদর উপজেলার ধোপাগুল সংলগ্ন সালুটিকর ভাটা এলাকায় সিলেটের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন। পাথর ভাঙার কারখানার (স্টোন ক্রাশার মিল) আঙিনায় মাটিচাপা দেয়া পাথরের সন্ধান পাওয়া যায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ জানান, উদ্ধার হওয়া পাথরের মধ্যে ৯টি ট্রাকে প্রায় সাড়ে ৪ হাজার ঘনফুট পাথর ভোলাগঞ্জের ১০ নম্বর ঘাটে পাঠানো হয়েছে।
এ ছাড়াও কোম্পানীগঞ্জের কলাবাড়ী ও কালীবাড়ী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৫ হাজার ঘনফুট সাদাপাথর জব্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন জেলা প্রশাসনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার তমালিকা পাল। তিনি বলেন, উদ্ধার হওয়া পাথরের মধ্যে প্রায় ৫ হাজার ঘনফুট পাথর পর্যটনকেন্দ্রে নেয়া হয়েছে। বাকি ২০ হাজার ঘনফুট পাথর কালীবাড়ী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্ত্বাবধানে আছে এবং সেগুলোও পর্যটনকেন্দ্রে নিয়ে যাওয়া হবে।
আবার গোয়াইনঘাটের জুমপার এলাকায় অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, শনিবার (১৬ আগস্ট) সিলেট সদর উপজেলার ধোপাগুল স্টোন ক্রাশার জোন ও স্থানীয় মহালদিক গ্রামের ভিতর থেকে আড়াই লাখ ঘনফুট পাথর জব্দ করা হয়েছিল। ইউএনও খোশনূর রুবাইয়াত জানান, ক্রাশার জোন থেকে এক লাখ ৩০ হাজার ঘনফুট এবং গ্রামের ভিতর থেকে ৫২ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে। জব্দ পাথর পুনরায় ভোলাগঞ্জে প্রতিস্থাপন করা হবে।
গত তিন দিনে যৌথ বাহিনীর অভিযানে এখন পর্যন্ত প্রায় পৌনে ৪ লাখ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে