বন্ধুর পার্টিতে যোগ দিয়ে ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোর আটক
ফেনীর ফুলগাজীতে বন্ধুর প্রবাসী গমন উপলক্ষ্যে আয়োজিত পার্টিতে অংশগ্রহণের সময় ছাত্রলীগ সন্দেহে ৩৯ কিশোরকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে মুন্সীরহাট উপজেলার উত্তর আনন্দপুরের ইব্রাহিম কনভেনশন হল থেকে তাদের আটক করা হয়।
রাতভর জেরা ও যাচাই-বাছাই শেষে ভোরে তাদের পরিবারের জিম্মায় মুক্তি দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি প্রবাসী শাহজালালের ছেলে সাইমুন শাহ পাটোয়ারী আগামী ১৩ সেপ্টেম্বর প্রবাস গমন করতে যাচ্ছেন। প্রবাসের আগে তিনি বন্ধুদের সঙ্গে কনভেনশন হলে খাওয়া-দাওয়া ও আড্ডার আয়োজন করেছিলেন।
অনুষ্ঠান চলাকালীন সময়ে ফুলগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল মজুমদার গোলাপের নেতৃত্বে কয়েকজন স্থানীয় নেতা কিশোরদের ‘নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী’ সন্দেহে পুলিশকে খবর দেন। তখন ফেনী সদর, ফুলগাজী ও ছাগলনাইয়া থেকে আসা ১২ থেকে ২২ বছর বয়সী ৩৯ কিশোর সেখানে উপস্থিত ছিলেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
দীর্ঘ যাচাই-বাছাই শেষে ভোর সোয়া ৪টার দিকে কিশোরদের পরিবারের জিম্মায় মুক্তি দেওয়া হয়। এ সময় ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরা এবং ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমানসহ স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এক কিশোরের অভিভাবক অভিযোগ করেন, আমার ছেলে কেবল বন্ধুর বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিল। কোনো কারণ ছাড়াই তাকে আটক করে ছাত্রলীগের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়েছে।
বিএনপি নেতা গোলাম রসুল গোলাপ জানিয়েছেন, কিশোরদের মধ্যে কেবল একজনের আগে ছাত্রলীগের সঙ্গে রাজনীতি করার সম্পর্ক ছিল। তবে তিনি কোনো টাকা দাবি বা অতিরিক্ত অভিযোগের সঙ্গে সম্পৃক্ত নন।
ফুলগাজী থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, আটক কিশোরদের কারো বিরুদ্ধে থানায় কোনো অভিযোগ নেই। অনেকেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত ছিল। যাচাই-বাছাই শেষে অধিকাংশের পরিবার স্থানীয় বিএনপির সমর্থক হওয়ায় তাদের ভোরে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে