Views Bangladesh Logo

আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র, অধিকাংশই নোয়াখালীর

 VB  Desk

ভিবি ডেস্ক

মার্কিন কর্তৃপক্ষের ফেরত পাঠানো আরও ৩৯ বাংলাদেশি শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় একটি বিশেষ সামরিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নেমে তারা ব্র্যাকের কাছ থেকে পরিবহনসহ জরুরি সহায়তা পান।

ফেরত পাঠানোদের মধ্যে ২৬ জনের বাড়ি নোয়াখালীতে। এছাড়া কুমিল্লা, সিলেট, ফেনী ও লক্ষ্মীপুরের দুজন করে এবং চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর একজন করে রয়েছেন। চলতি বছর এ নিয়ে মোট ১৮৭ বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠালো।

ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম জানায়, ফেরত আসা ৩৯ জনের মধ্যে ৩৪ জন বিএমইটি ছাড়পত্র নিয়ে ব্রাজিল যান এবং সেখান থেকে মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করেন। বাকিদের মধ্যে দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে গেলেও তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে প্রবেশ করেন। আশ্রয় আবেদন ব্যর্থ হওয়ায় দীর্ঘ আইনি প্রক্রিয়ার শেষে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

ব্র্যাকের সহযোগী পরিচালক (মাইগ্রেশন ও ইয়ুথ প্ল্যাটফর্ম) শরিফুল হাসান বলেন,
'প্রতি ব্যক্তি ৩০-৩৫ লাখ টাকা খরচ করে শূন্য হাতে ফিরছেন- এর দায় কে নেবে? বৈধতার আড়ালে অবৈধ পথে পাঠানো অত্যন্ত দুঃখজনক ও দায়িত্বহীনতা। যারা পাঠিয়েছে এবং অনুমোদন প্রক্রিয়ায় ছিল- তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। সরকারকে ব্রাজিলে নতুন কর্মী পাঠানোর অনুমতি দিতে হলে আরও সতর্ক হতে হবে।'

বিমানবন্দর সূত্র জানিয়েছে, এবার ফেরত পাঠানোর সময় হাতকড়া বা পায়ে শেকল ব্যবহার করা হয়নি- যদিও এ বছরের আগে কয়েক দফায় ফেরত আসা বাংলাদেশিদের ক্ষেত্রে এমনটি করা হয়েছিল।

ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হয়েছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন দেশের নাগরিকদের মতো বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে ফেরত পাঠানো হচ্ছে। শুধু এ বছরই ৮ জুন চার্টার্ড ফ্লাইটে ৪২ জন এবং মার্চ–এপ্রিলে আরও ৩৪ জনকে ফেরত পাঠানো হয়। ২০২৪ সালের শুরু থেকে এ বছরের আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো বাংলাদেশির সংখ্যা ২২০ ছাড়িয়েছে।

মার্কিন আইনে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানকারীদের আদালতের রায় বা প্রশাসনিক আদেশে ফেরত পাঠানো যায়। আশ্রয় আবেদন ব্যর্থ হলে আইসিই দ্রুততর প্রক্রিয়ায় চার্টার্ড ও সামরিক ফ্লাইটে তাদের দেশে পাঠাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ