Views Bangladesh Logo

রাকসু নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ প্রার্থী

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন এই তথ্য নিশ্চিত করেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের মধ্যে বিজয়-২৪ হলের ৩ জন, মন্নুজান হলের ১ জন, রোকেয়া হলের ৬ জন, তাপসী রাবেয়া হলের ৩ জন, বেগম খালেদা জিয়া হলের ১০ জন, রহমতুন্নেসা হলের ৯ জন এবং জুলাই-৩৬ হলের ৭ জন রয়েছেন।

এদিকে রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কোনো প্রার্থী না থাকায় মোট তিনটি পদ শূন্য থাকছে।

পদ শূন্য থাকার বিষয়ে রাকসু হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বলেন, “যে পদগুলো ফাঁকা আছে, সেগুলো ছাড়াই হল সংসদ চলবে। অন্য কোনোভাবে সেগুলো পূরণ করার উপায় নেই।”

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুতে ২৪৮ জন এবং সিনেটে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে ভিপি পদে ১৮ জন, জিএস পদে ১৪ জন এবং এজিএস পদে ১৬ জন প্রার্থী হয়েছেন। এছাড়াও হল সংসদে মোট ৬০০ জন প্রার্থী রয়েছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ