দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ৩৯ বাংলাদেশি
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ফেরত পাঠানো ৩৯ জন বাংলাদেশি শনিবার (২ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন। ইমিগ্রেশন পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর একটি ফ্লাইটে মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে শেষ পর্যন্ত দেশে ফিরেছেন ৩৯ জন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবেই নিয়মিতভাবে বাংলাদেশিদেরও ফিরিয়ে আনা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে