Views Bangladesh Logo

টেকনাফে নারী-শিশুসহ ৩৮ জনকে পাচারের হাত থেকে উদ্ধার, আটক ২ পাচারকারী

 VB  Desk

ভিবি ডেস্ক

ক্সবাজারের টেকনাফের বাহারছড়া এলাকার পাহাড়ি আস্তানা থেকে পাচারের উদ্দেশ্যে আটক করে রাখা নারী ও শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এ সময় দু’জন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়—একদল পাচারকারী মালয়েশিয়াসহ দক্ষিণাঞ্চলীয় কয়েকটি দেশে পাচারের জন্য নারী-শিশুসহ কিছু মানুষকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পাহাড়ি এলাকায় আটকে রেখেছে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে যৌথ অভিযান চালিয়ে ১৮ নারী, ১২ পুরুষ ও আট শিশুসহ মোট ৩৮ জনকে উদ্ধার করা হয়।

ভুক্তভোগীদের বরাত দিয়ে তিনি আরও জানান, পাচারকারীরা মুক্তিপণ আদায় ও বিদেশে পাচারের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে তাদের পাহাড়ে আটক রেখে নির্যাতন চালাচ্ছিল।

কোস্ট গার্ড জানায়, আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। মানব পাচারসহ যে কোনো অবৈধ কর্মকাণ্ড রোধে কোস্ট গার্ডের অভিযান চলমান থাকবে। 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ