Views Bangladesh Logo

৩৭ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি

টেকনাফের নাফ নদী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করার সময় ৩৭ জন রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


ফেরত পাঠানোদের মধ্যে ১৯ জন শিশু, ১১ জন নারী এবং ৮ জন পুরুষ রয়েছে।


শনিবার (১২ অক্টোবর) রাত ৯টায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এই অভিযান চালানো হয়।


বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাতে টেকনাফের নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যদের নিয়মিত নজরদারি চলছিল। এক পর্যায়ে দেখা যায়, কিছু নৌকা দিয়ে রোহিঙ্গারা সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছে।


পরে যখন নৌকাগুলো নাফ নদীর কিনারায় পৌঁছায়, বিজিবি তাদের অনুপ্রবেশে বাধা দেয়। ফলে রোহিঙ্গাদের নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। এসব নৌকায় মোট ৩৭ জন রোহিঙ্গা ছিল।


তিনি আরও জানান, সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ