দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭ প্রতিষ্ঠান
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি বাংলাদেশি প্রতিষ্ঠানকে অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠান মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) উপসচিব এসএইচএম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত এক সরকারি আদেশে এই অনুমোদনের কথা জানানো হয়েছে। এই অনুমোদন ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
সরকার ইলিশ রপ্তানি প্রক্রিয়া নিয়ন্ত্রণ এবং বিদ্যমান বাণিজ্য নীতিগুলো মেনে চলার জন্য বেশ কিছু শর্ত আরোপ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য শর্তগুলো হলো:
১. ২০২৪-২০২৭ সালের রপ্তানি নীতি কঠোরভাবে মেনে চলতে হবে।
২. ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে রপ্তানি সম্পন্ন করতে হবে।
৩. ছাড়পত্রের আগে প্রতিটি চালান যথাযথভাবে পরীক্ষা করবে শুল্ক কর্তৃপক্ষ।
৪. ভবিষ্যতের অনুমোদনের জন্য আবেদন করার সময় পূর্ববর্তী অনুমোদিত পরিমাণের প্রকৃত চালানের সকল তথ্য-প্রমাণ জমা দিতে হবে রপ্তানিকারকদেরকে।
৫. অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি ইলিশ রপ্তানি করা যাবে না। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে সকল চালান পর্যবেক্ষণ করা হবে।
৬. অনুমোদিত প্রতিষ্ঠানকে সরাসরি রপ্তানি করতে হবে, কোনো সাব-কন্ট্রাক্ট দেয়া যাবে না।
৭. যেকোনো সময় প্রয়োজনে এই অনুমোদন বাতিল করার ক্ষমতা রয়েছে সরকারের।
দুর্গাপূজার সময় পশ্চিমবঙ্গে ইলিশ মাছের চাহিদা বেড়ে যায়। প্রতি বছরের মতো এবারও এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি শুভেচ্ছা ও বাণিজ্য সহজীকরণের অংশ হিসেবে দেখা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে