Views Bangladesh Logo

আফগানিস্তানে প্রবল ঝড়-বৃষ্টিতে ৩৫ জন নিহত

 VB  Desk

ভিবি ডেস্ক

ফগানিস্তানের পূর্বাঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টিতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এক তালেবান কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

সোমবারের এ ঘটনায় নানগারহার প্রদেশের আরও অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রাদেশিক পরিচালক সেদিকুল্লাহ কুরাইশি।

তিনি বলেন, নিহতদের মধ্যে সুরখ রোদ জেলায় বাড়ির ছাদ ধসে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। সেইসঙ্গে নানগারহার প্রদেশের বিভিন্ন জায়গায় ফসলের ক্ষতি হয়েছে।

নানগারহারের আঞ্চলিক হাসপাতালের প্রধান আমিনুল্লাহ শরিফ জানান, প্রদেশটির রাজধানী জালালাবাদ ও আশপাশের জেলাগুলো থেকে ২০৭ জন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য এখানে আনা হয়েছে।

তিনি আরও জানান, এ সময় আহতদের রক্ত দেয়ার জন্য কয়েক ডজন স্থানীয় লোক হাসপাতালে জড়ো হয়েছিলেন।

এর আগে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছিল, গত ১০ ও ১১ মে আফগানিস্তানে ভারি বৃষ্টিপাতে তিন শতাধিক মানুষ নিহত এবং হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়। আর এই হতাহতের ও ক্ষয়ক্ষতির ঘটনার বেশিরভাগই ঘটে উত্তর আফগানিস্তানের বাগলান প্রদেশে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ