খুলনায় ৩৫ জনের মনোনয়ন প্রত্যাহার, চূড়ান্ত প্রার্থী ২০১
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগে মোট ৩৫ জন প্রার্থী নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। প্রত্যাহারের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনে মোট ২০১ জন প্রার্থী চূড়ান্ত। মঙ্গলবার (২০ জানুয়ারি) খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খুলনার প্রত্যাহারকারী ৫ প্রার্থী হলেন, খুলনা-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, খুলনা-২ আসনে খেলাফত মজলিসের শহিদুল ইসলাম, খুলনা-৩ আসনে খেলাফত মজলিসের এফএম হারুন অর রশীদ, খুলনা-৪ আসনে জামায়াতের কবিরুল ইসলাম ও খুলনা-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল কাইউম জমাদ্দার।
সাতক্ষীরা জেলার প্রত্যাহার করা ৩ জন হলেন, সাতক্ষীরা-২ আসনে এবি পার্টি’র জিএম সালাউদ্দীন, এলডিপি’র শফিকুল ইসলাম শাহেদ ও সাতক্ষীরা-৪ আসনে গণঅধিকার পরিষদের এইচ এম গোলাম রেজা। বাগেরহাট জেলার ৬ জন প্রত্যাহার করেছেন। তারা হলেন, বাগেরহাট-১ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বাগেরহাট-২ স্বতন্ত্র এম এ সালাম, খেলাফত মজলিসের নাছের ইকবাল ও বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দীন, বাগেরহাট-৩ এ বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন ও এনসিপির মো. রহমাতুল্লাহ্। যশোর জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- যশোর-১ এ স্বতন্ত্র আবুল হাসান জহির, যশোর-৩ এ এনসিপির খালেদ সাইফুল্লাহ ও যশোর-৪ এ স্বতন্ত্র ফারহান সাজিদ। নড়াইল জেলায় ৩ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- নড়াইল-১ এ বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুর রহমান, স্বতন্ত্র গাজী মাহাবুবুর রহমান ও নড়াইল-২ এ খেলাফত মজলিসের আব্দুল হান্নান সরদার। মাগুরা জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- মাগুরা-১ এ খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম ও গণফোরামের মোঃ মিজানুর রহমান।
এছাড়াও, ঝিনাইদহ জেলায় ২ জন প্রত্যাহার করেছেন। তারা হচ্ছেন- ঝিনাইদহ-১ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আসাদুজ্জামান ও ঝিনাইদহ-৩ এ এবি পার্টির মুজাহিদুল ইসলম। চুয়াডাঙ্গা জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন- চুয়াডাঙ্গা-১ এ এবি পার্টির আব্দুল্লাহ আল মামুন, এনসিপির মোল্লা ফারুক এহসান, ইসলামী আন্দোলনের হাসানুজ্জামান, চুয়াডাঙ্গা-২ এ এবি পার্টির আলমগীর হোসেন ও বাংলাদেশ কংগ্রেসের নুর হাকিম। কুষ্টিয়া জেলায় প্রত্যাহার করেছেন ৫ জন। তারা হচ্ছেন কুষ্টিয়া-২ এ বাংলাদেশ ফেলাফত মজলিসের আরিফুজ্জামান, খেলাফত মজলিসের আব্দুল হামিদ, কুষ্টিয়া-৩ এ খেলাফত মজলিসের সিরাজুল হক, কুষ্টিয়া-৪ এ এবি পার্টির আবু বক্কর সিদ্দিক ও স্বতন্ত্র শেখ সাদী। এছাড়া মেহেরপুর-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করেছেন এনসিপির সোহেল রানা।
এদিকে প্রত্যাহারের পর খুলনা বিভাগে ৩৬ টি সংসদীয় আসনে চূড়ান্ত প্রার্থী রয়েছেন ২০১ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে