Views Bangladesh Logo

৩৩১ পর্যবেক্ষক সংস্থার আবেদন ইসিতে

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) স্থানীয় পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের জন্য ৩৩১টি সংস্থা আবেদন করেছে। গত ১০ আগস্ট পর্যন্ত এসব আবেদন জমা পড়ে।

ইসি জানায়, ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি এবং ৫টার পর আরও ১৩টি সংস্থা নিবন্ধনের আবেদন করে।

এর আগে নাসির উদ্দিন কমিশন ২০২৩ সালের নীতিমালা ও তৎকালীন ৯৬টি পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করে। আওয়ামী লীগ সরকারের আমলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওই ৯৬টি দেশি সংস্থাকে নিবন্ধন দেয়া হয়েছিল। তবে ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে নতুন নীতিমালা অনুসারে পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন কার্যক্রম চলছে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে ইসি, তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষকের সংখ্যা ছিল ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন। ২০১৪ সালের দশম সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন, ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন এবং সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৮০টি সংস্থার ২০ হাজার ২৫৬ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করেছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ