৩.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল গাজীপুরের বাইপাইল
আজ সকালে গাজীপুরের বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।
এখন পর্যন্ত আজকের এই হালকা ভূমিকম্পে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগের দিন দেশে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়, যা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অনুভূত হয় এবং এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়। ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল নরসিংদীর মাধবদীতে, যা আগারগাঁও ভূকম্পন কেন্দ্রের পূর্ব দিকে প্রায় ১৩ কিলোমিটার দূরে অবস্থিত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে