জুন মাসে ৩২৪টি ভুয়া তথ্যের ঘটনা শনাক্ত: সিজিএস
২০২৫ সালের জুন মাসে বাংলাদেশে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার ৩২৪টি নিশ্চিত ঘটনা শনাক্ত করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)।
বুধবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনাক্ত হওয়া ৩২৪ ঘটনার মধ্যে ২৫৩টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভুয়া তথ্য, যা রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে জনমতক প্রভাবিত করার স্পষ্ট প্রয়াস।
এছাড়া বিনোদন-সংশ্লিষ্ট ভুয়া তথ্য ছিল ২৪টি। ধর্মীয় বিভ্রান্তিকর তথ্য ১৯টি, অনলাইন ভিত্তিক প্রতারণা (হোক্স) ১৮টি, কূটনৈতিক বিষয়ে ৫টি, অর্থনৈতিক বিষয়ে ৪টি এবং পরিবেশসংক্রান্ত ভুয়া তথ্য ছিল ১টি।
প্রতিবেদনে দেখা গেছে, দেশি-বিদেশি রাজনৈতিক ব্যক্তিত্বরাই সবচেয়ে বেশি ভুয়া তথ্যের লক্ষ্যবস্তু হয়েছেন। মোট ১২৪টি ঘটনা তাদের ঘিরেই ঘটেছে। এছাড়া ক্ষতিগ্রস্ত অন্যান্য গোষ্ঠীর মধ্যে রয়েছে: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (৪৮), সেলিব্রিটি (২৫), ধর্মীয় গোষ্ঠী (১৬), রাজনৈতিক দল (১৩), সরকারি প্রতিষ্ঠান (১৬), অন্তর্বর্তীকালীন সরকার সংশ্লিষ্ট ব্যক্তি (৬), বেসরকারি প্রতিষ্ঠান (২) এবং ধর্মীয় বিষয়ে সক্রিয় ব্যক্তি (১)।
এছাড়াও ৭৩টি ঘটনা “অনির্দিষ্ট” হিসেবে চিহ্নিত করা হয়েছে, যেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য না করে সামগ্রিকভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এখনও ভুয়া তথ্য ছড়ানোর প্রধান মাধ্যম হিসেবে চিহ্নিত। শনাক্ত ৩২৪ ঘটনার মধ্যে ৩১৬টি ফেসবুক, ইউটিউব, টিকটক, থ্রেডস ও এক্স (সাবেক টুইটার)-এর মাধ্যমে ছড়িয়েছে। বাকি ৮টি ঘটেছে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে।
সিজিএস ভুয়া তথ্য মোকাবিলায় তাৎক্ষণিক পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে জনসাধারণের আস্থা রক্ষা করা যায়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে