ইরান থেকে দেশে ফিরলেন আরও ৩২ বাংলাদেশি
চলমান ইরান-ইসরায়েল সংঘাতের কারণে সেখানে আটকে পড়া আরও ৩২ বাংলাদেশি নাগরিক নিরাপদে দেশে ফিরেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার (৮ জুলাই) ভোরে পৃথক দুটি ফ্লাইটে ২২ জন এবং সকালেই আরও ১০ জন ঢাকায় পৌঁছান।
চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্য উত্তেজনা বৃদ্ধি পায়। এর পরই পাকিস্তানের স্থলপথ ব্যবহার করে প্রথম দফায় ২৮ জন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হয়।
সূত্রমতে, ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাতের কারণে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করে ২৫০ বাংলাদেশি তেহরান দূতাবাসে নিবন্ধন করেছেন। তবে বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় অনেকেই ফিরতে চাইছে না। এরপরও অনেক অনিবন্ধিত বাংলাদেশি এখনো দেশে ফিরতে আগ্রহী।
তেহরানে বাংলাদেশের দূতাবাসের ধারণা অনুযায়ী, বর্তমানে ইরানে প্রায় ২ হাজার বাংলাদেশি বসবাস করছেন, যার মধ্যে রাজধানী তেহরানেই আছেন প্রায় ৪০০ জন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে