Views Bangladesh Logo

নোয়াখালীতে যুবশক্তির ৪১ সদস্যের কমিটি থেকে ৩১ জনের পদত্যাগ

 VB  Desk

ভিবি ডেস্ক

জাতীয় নাগরিক কমিটির যুব সংগঠন জাতীয় যুবশক্তির নোয়াখালী জেলা শাখার ৪১ সদস্যের কমিটি ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৩১ জন পদত্যাগ করেছেন।

মঙ্গলবার রাতে সংগঠনটির যাচাইকৃত ফেসবুক পেজে নুর আলমকে আহ্বায়ক ও শিহাব উদ্দিনকে সদস্যসচিব করে ৪১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে কমিটি প্রকাশের কিছু সময় পরই ৩১ জন সদস্য নিজেদের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

সংগঠনটির জেলা সূত্রে জানা গেছে, কমিটি ঘোষণার পর প্রথমেই পদত্যাগের ঘোষণা দেন জেলা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত। এরপর যুগ্ম সদস্যসচিব জহির আহমেদ ছাড়া অন্য সব যুগ্ম সদস্যসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিবসহ বিভিন্ন পদে থাকা নেতারা একে একে পদত্যাগ করেন।

পদত্যাগকারীদের অভিযোগ, সংগঠনের জন্য যারা কাজ করেছেন তাদের মূল্যায়ন করা হয়নি। বরং তদবিরের ভিত্তিতে পদ বণ্টন করা হয়েছে। এতে কর্মীদের প্রতি অবিচার হয়েছে বলে তারা অভিযোগ করেছেন।

এ বিষয়ে পদত্যাগ করা জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ইয়াছিন আরাফাত বলেন, যুবশক্তির সাংগঠনিক চাহিদা অনুযায়ী আমরা মৌখিক পরীক্ষা দিয়েছি এবং ৪১ সদস্যের একটি প্রস্তাবিত কমিটি জমা দিয়েছিলাম। কিন্তু সেই কমিটি অনুমোদন না দিয়ে তদবিরের ভিত্তিতে অন্য একটি কমিটি ঘোষণা করা হয়েছে। তাই আমরা ৩১ জন সদস্য পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ