Views Bangladesh Logo

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ৩০৯ বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

লিবিয়ার রাজধানী ত্রিপলি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে আরও ৩০৯ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে। স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়ায় এই বাংলাদেশিরা শুক্রবার (১০ অক্টোবর) সকালে একটি চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের মধ্যে বেশিরভাগই মানব পাচারকারীদের প্রলোভনে পড়ে সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

দেশে ফেরার পর প্রত্যাবাসিত নাগরিকদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যাবাসনকৃত নাগরিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে যেন তারা তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সবার সঙ্গে বিনিময় করে জনসচেতনতা বৃদ্ধিতে সহায়তা করেন।

আইওএমের পক্ষ থেকে দেশে ফেরা প্রত্যেককে কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ