Views Bangladesh Logo

নির্বাচনে ৫১ দলের ৩০টিতেই নেই নারী প্রার্থী

সন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো তাদের ন্যূনতম প্রতিশ্রুতিও রক্ষা করেনি বলে অভিযোগ করেছে ১২টি সংগঠনের মোর্চা ‘নারী রাজনৈতিক অধিকার ফোরাম’।

ফোরামের দাবি, নির্বাচনে অংশ নেওয়া ৫১টি রাজনৈতিক দলের মধ্যে ৩০টি দলে কোনো নারী প্রার্থী নেই। এমনকি ঘোষিত ন্যূনতম পাঁচ শতাংশ নারী মনোনয়নও অধিকাংশ দল বাস্তবায়ন করেনি।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘নারী প্রার্থী মনোনয়ন সংকট: দলগুলোর প্রতিশ্রুতি ও বাস্তবায়নের ব্যবধান এবং নির্বাচন কমিশনের জবাবদিহিতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ফোরামের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের প্রতিনিধি রিতু সাত্তার। তিনি বলেন, নারীরা রাজনৈতিক দল থেকে মনোনয়ন চেয়েছে। কিন্তু বাস্তবে মনোনয়ন পাঁচ শতাংশের মধ্যেই সীমাবদ্ধ থেকেছে। যৌথ নারী প্রার্থীর সুযোগ থাকা সত্ত্বেও তা কাজে লাগানো হয়নি। জুলাই সনদে দেওয়া প্রতিশ্রুতিকেও রাজনৈতিক দলগুলো গুরুত্ব দেয়নি।

তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দলে যোগ্য ও শক্তিশালী নারী নেতৃত্ব থাকলেও তাদের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রাখা হচ্ছে না। নারীদের কেবল কমিটিতে রাখা হয়, কিন্তু ডিসিশন মেকিং প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করা হয় না—এটাই বাস্তবতা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শেষ মুহূর্তে কিছু স্বতন্ত্র নারী প্রার্থী নির্বাচনে অংশ নিলেও সামগ্রিকভাবে নারীদের অংশগ্রহণ অত্যন্ত হতাশাজনক। ফোরামের অভিযোগ, নির্বাচন কমিশন ‘জেন্ডার ইনক্লুসিভ ইলেকশন’-এর কথা বললেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।

ফোরামের নেতারা বলেন, তারা সংরক্ষিত আসনের বিপক্ষে। তাদের দাবি, নারীরা যেন নিজেদের যোগ্যতায় সরাসরি নির্বাচনে অংশ নিয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, ৫৪ বছর পর এমন একটি নির্বাচন হচ্ছে যেখানে নারীদের অংশগ্রহণ সবচেয়ে কম। এটি শুধু নারীদের জন্য নয়, পুরো রাজনৈতিক ব্যবস্থার জন্যই লজ্জাজনক। রাজনৈতিক দলগুলো যদি নিজেদের ঘোষণাপত্র ও প্রতিশ্রুতি নিজেরাই রক্ষা না করে, তাহলে ভবিষ্যতে নারীরা কেন তাদের ওপর আস্থা রাখবে—এই প্রশ্ন এখন সামনে এসেছে।

ফোরাম নেতা সামিনা ইয়াসমিন বলেন, দেশে নারী ভোটারের সংখ্যা প্রায় ৫০ শতাংশ বা তারও বেশি। যদি অর্ধেকের বেশি ভোটার নারী হন, তাহলে তাদের বাদ দিয়ে কি আদৌ ক্ষমতায় যাওয়া সম্ভব—এটাই মৌলিক প্রশ্ন।

তিনি জানান, নারী প্রার্থীদের চ্যালেঞ্জ ও বাস্তবতা পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এ বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো নির্ধারিত ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের লক্ষ্যে ব্যর্থ হলে আইনগত বা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ