ঢাকায় আওয়ামী লীগের ৩০ নেতা ও কর্মী গ্রেফতার
রাজধানীর বিভিন্ন স্থান থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সংশ্লিষ্ট সংগঠনের ৩০ নেতা ও কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বাংলামটরে একটি ফ্ল্যাশ র্যালির সময় সাতজনকে আটক করা হয়েছে, আর গুলশান এবং দারুস সালাম এলাকায় অনুরূপ র্যালির প্রস্তুতির সময় যথাক্রমে পাঁচ এবং বারো জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক এক অভিযানে মিরপুরে আরও ছয়জনকে আটক করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী পুলিশ ১,৮০৯ জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে ১,২৮১ জনকে মামলার আওতায় ও ওয়ারেন্টে আটক করা হয়েছে। অভিযানের সময় স্থানীয়ভাবে তৈরি একক ব্যারেলের গান, এক শুটার গান, হোমমেড পিস্তল, চারটি গুলি, এক রাবার কার্টিজ এবং চারটি বার্মিজ ছুরিসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান নিশ্চিত করেছেন, শুক্রবার রমনা ও গুলশান থানা মিলিয়ে ১২ জনকে আটক করা হয়েছে, বৃহস্পতিবার দারুস সালাম থানায় ১২ জন এবং মিরপুর থানায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
দারুস সালাম থানার সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেল ৩:৪৫ মিনিটে টেকনিকাল মোরে কর্মীরা ফ্ল্যাশ র্যালির প্রস্তুতির জন্য জমায়েত হয়। পুলিশ স্থানীয় সহযোগিতায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে আটক করে, যার মধ্যে ছিলেন নাটোরের বড়ো বড়াইগ্রাম যুবলীগের আল আমিন; আওয়ামী লীগ নেতা আক্কাস মিয়া; চন্দ্রপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক সোহাগ মজুমদার এবং আরও অনেকে।
মিরপুরে ছয়জন নেতা ও কর্মীকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে ছিলেন সুজানগর পৌর যুবলীগের সভাপতি জুয়েল রানা; চট্টগ্রাম এজিএস ইসলামিয়া কলেজ ছাত্রলীগের কর্মী আল নোমান সাইফ; চট্টগ্রাম জেলা যুবলীগের কর্মী মোঃ জুলহাস; ছাত্রলীগের কর্মী ইমন হোসাইন খান মানিক; এবং আওয়ামী লীগের সদস্য সাগর হোসাইন ও বহিদুল ইসলাম সুমন। পুলিশ জানায়, তারা বৃহস্পতিবার বিকেল ২:১৫ মিনিটে পাইকপাড়া ডি-টাইপ স্টাফ কোয়ার্টার্সে জমায়েত হয়েছিল এবং সরকারের বিরোধী কার্যক্রম ও স্লোগান দেওয়ার পরিকল্পনা করছিল। তাদেরকে সন্ত্রাসবাদ দমন আইনে দায়ের করা হয়েছে।
শুক্রবার বাংলামটরে হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে ফ্ল্যাশ র্যালির সময় সাতজনকে আটক করা হয়েছে এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এর আগে, গুলশানে র্যালির প্রস্তুতির সময় আরও পাঁচজনকে আটক করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে