Views Bangladesh Logo

মুন্সীগঞ্জে সেপটিক ট্যাঙ্কে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রোববার দুপুরে মুন্সীগঞ্জ শহরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাঙ্কে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।

বড়বাজার সংলগ্ন খালিস্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন—শাহিন ইসলাম (২৮), ফিরোজ মিয়া (১৮) ও মোহাম্মদ ইব্রাহিম (২৫)।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, প্রথমে একজন শ্রমিক ট্যাঙ্কের ঢাকনা ঠিক করতে নামেন। ভেতরে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর আরও দুজন শ্রমিক তাকে উদ্ধারের জন্য নেমে অচেতন হয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত গিয়ে ট্যাঙ্কের ভেতরের বাতাস পরিবর্তন করে তিনজনকে উদ্ধার করে, তবে তখনই তাদের মৃত ঘোষণা করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও শ্রমিকরা এরই মধ্যে মারা গিয়েছিলেন।

ঘটনাটি তদন্ত করছে প্রশাসন। নির্মাণকাজে নিরাপত্তা প্রটোকল জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ