Views Bangladesh Logo

ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেয়া তমাসহ তিনজন কারাগারে

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি নেতা ও মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে অশ্লীল স্লোগান দেয়ার ঘটনায় সমালোচিত ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে চাঁদাবাজির অভিযোগে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার ঢাকার মহানগর হাকিম মেহেদী হাসান এ আদেশ দেন। কারাগারে যাওয়া অন্য দুইজন হলেন—এএইচএম নোমান রেজা ও তানজিল হোসেন।

আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার এসআই আব্দুল মালেক খান আসামিদের আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতে উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসায় প্রবেশ করে তিনজন নিজেদের ‘সমন্বয়ক’ পরিচয় দেন। সেখানে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে তারা ১০ লাখ টাকা দাবি করেন। ওই সময় সাড়ে পাঁচ লাখ টাকা নিলেও বাকি টাকা পরদিন বিকেল ৪টার মধ্যে দিতে চাপ সৃষ্টি করেন এবং নানা হুমকি দিয়ে চলে যান।

পরে দেলোয়ার হোসেনের পরিবার উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করলে একই রাতে বিমানবন্দর থানার সামনে থেকে নোমান রেজাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেয়া তথ্যের ভিত্তিতে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তমা ও তানজিলকে আটক করা হয়।

ফারিয়া আক্তার তমা এর আগে বিএনপি নেতা ফজলুর রহমানের সেগুনবাগিচার বাসার সামনে গিয়ে অশ্লীল স্লোগান দেয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ