Views Bangladesh Logo

জুলাই গণঅভ্যুত্থান বইমেলা বয়কট তিন প্রকাশকের, দর্শনার্থীও অনুপস্থিত

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বাংলা একাডেমিতে শুরু হয়েছে ছয় দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান বইমেলা ২০২৫’। গত বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকালে এই মেলার উদ্বোধন করা হয়। তবে শুরুতেই বিতর্কে জড়িয়েছে মেলাটি। ফ্যাসিবাদবিরোধী অবস্থানের দাবিদার তিনটি প্রকাশনী মেলা বয়কট করেছে।

বয়কটকারী প্রকাশনীগুলো হলো—কলি প্রকাশনী, কেন্দ্রবিন্দু প্রকাশন এবং জ্ঞান বিতরণী। তাদের অভিযোগ, গণঅভ্যুত্থানের আদর্শবিরোধী ও ফ্যাসিবাদপন্থী প্রকাশকদের মেলায় স্টল বরাদ্দ দেয়া হয়েছে।

কলি প্রকাশনীর স্বত্বাধিকারী এম এম মহিউদ্দিন কলি বলেন, “গণঅভ্যুত্থানের বইমেলায় ফ্যাসিস্ট সরকারের দোসররা এবং আন্দোলনবিরোধীরা যখন স্টল পায়, তখন আমাদের বয়কট করাই উচিত—নাকি? এটা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি।”

তিনি প্রশ্ন রেখে বলেন, “এটা কি বইমেলা, নাকি ফ্যাসিস্ট প্রকাশকদের পুনর্বাসন মেলা?”

তার অভিযোগ অনুযায়ী, ‘আগামী’, ‘সময়’, ‘অনিন্দ্য’, ‘ভাষাচিত্র’ ও ‘নালন্দা’ প্রকাশনা সংস্থাগুলো ফ্যাসিবাদপন্থীদের অন্তর্ভুক্ত।

এ বিষয়ে বইমেলার স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক আবুল বাশার ফিরোজ শেখ বলেন, “আমাদের ফোরামে অভিযোগ জানানো যেত। সেটি না করে এভাবে বয়কট কেন করলো?”

এদিকে মেলার দ্বিতীয় দিনে বই বিক্রি ও দর্শনার্থী উপস্থিতি প্রায় নেই বললেই চলে। অনেক প্রকাশক হতাশা প্রকাশ করেছেন।

প্রিয়মুখ প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদ ফারুক এক ফেসবুক পোস্টে লেখেন, “জুলাই গণঅভ্যুত্থান বইমেলায় গত দু’দিনে প্রিয়মুখের বিক্রি শূন্য টাকা। এটাও এক ইতিহাস। গ্যাটের টাকা খরচ করে এমন নিষ্প্রাণ মেলা না করাই ভালো।”

ওই পোস্টে মন্তব্য করেন ঝিঙেফুল পাবলিকেশনের মার্কেটিং ম্যানেজার জিএম বাবুল। মন্তব্যে তিনি লেখেন, “আমি ফর্ম তুলেছিলাম। পরে চিন্তা করে দেখি পাঁচ দিনের মেলায় কমপক্ষে পাঁচ হাজার টাকা খরচ হবে, কিন্তু পাঁচশ টাকার বইও বিক্রি হবে না। তাই স্টল নিইনি।”

শিখা প্রকাশনীর একজন কর্মীও জানিয়েছেন, তাদেরও দু’দিনে বিক্রি হয়েছে ‘শূন্য টাকা’।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এ বইমেলায় ৬০টি প্রকাশনী অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে। বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘জুলাই গণঅভ্যুত্থান’ স্মরণে আলোচনা অনুষ্ঠান। মেলা চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ