Views Bangladesh Logo

চট্টগ্রামের সাবেক ডিআইজিসহ তিন পুলিশ কর্মকর্তা বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

র্মস্থলে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জের সাবেক ডিআইজি নূরে আলম মিনাসহ তিন পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার (১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বর্তমানে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির ডিআইজি পদে কর্মরত নূরে আলম মিনা গত ৯ ফেব্রুয়ারি থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অনুপস্থিত রয়েছেন।

একই অভিযোগে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এবং ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সাবেক ডিসি মানস কুমার পোদ্দারকেও বরখাস্ত করা হয়েছে। তিনি ২০২৩ সালের ১৮ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে জানানো হয়েছে।

তালিকায় তৃতীয় কর্মকর্তা হলেন গাজীপুর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-২ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরী। তিনি চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে অনুপস্থিত রয়েছেন।

সরকারি চাকরি বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(গ) অনুসারে পলায়নের অপরাধে অভিযুক্ত হওয়ায় বিধি ১২ উপবিধি (১) অনুযায়ী তাদের অনুপস্থিতির তারিখ থেকেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তারা খোরপোষ ভাতা পাবেন।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জুন ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ১৩ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল, যাদের মধ্যে তিনজন পুলিশ সুপার, আটজন অতিরিক্ত পুলিশ সুপার এবং দুজন সহকারী পুলিশ সুপার ছিলেন।

এটি গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা ভঙ্গের ধারাবাহিক নজির হিসেবে দেখা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ