গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৩
রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। শুক্রবার (২২ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন—মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০) ও ছেলে মেজবাহ উদ্দিন (২৮)। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
আহতদের স্বজনরা জানিয়েছেন, পরিবারের সদস্যরা যে ভবনের দ্বিতীয় তলায় থাকতেন সেটির পাশেই ছিল একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার। বৃহস্পতিবার গভীর রাতে ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন তাদের বাসায় ছড়িয়ে পড়ে। এতে তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হন। পরে ভোরে তাদেরকে
উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
এ বিষয়ে হাসপাতালটির জরুরি বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের ১০০ শতাংশ পুড়ে গেছে। এছাড়া তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তারা সবাই আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে