এক দিনে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৯২
গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরে এডিস মশাবাহিত এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮ জনে। এছাড়া একদিনে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯২ জন।
সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন ডেঙ্গু রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (ঢাকা শহরের বাইরে) ১৫৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ছাড়া) ৬৯ জন, খুলনায় ৫৪ জন, রাজশাহীতে ৬১ জন, চট্টগ্রামে ৫১ জন, ময়মনসিংহে ১০ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ১ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া রাজধানীর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৫৩ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।
এডিস মশার বিস্তারে সহায়ক ভূমিকা রাখে বর্ষাকাল। এজন্য স্বাস্থ্য অধিদপ্তরের মতে, বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে।
২০২৩ সালে বাংলাদেশে রেকর্ডসংখ্যক ডেঙ্গু রোগে আক্রান্তের ঘটনা ঘটেছিল। সে সময় ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। এর মধ্যে ৩ লাখ ১৮ হাজার ৭৪৯ জন সুস্থ হয়ে ওঠেন।
এরপর ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৭৬৩ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা জনগণকে মশার প্রজননস্থল ধ্বংস করতে এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেয়ার আহ্বান জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে