Views Bangladesh Logo

দেশে ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

ত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মৃত তিনজনের মধ্যে দুইজন পুরুষ এবং একজন নারী।

প্রতিবেদনে জানানো হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশালে ৬৪ জন, চট্টগ্রামে ৬৩ জন, ঢাকায় ৭৩ জন, ঢাকা উত্তর সিটিতে ৭৫ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭২ জন, খুলনায় ৩০ জন, ময়মনসিংহে ৩১ জন, রাজশাহীতে ১২ জন এবং রংপুরে ১ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ হাজার ৭০৫ জন। গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২১ হাজার ২১৪ জন। ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ ১,৭০৫ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ