ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
মঙ্গলবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে দেশে ডেঙ্গুতে আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬১৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ৭৭ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২৮ জন, ঢাকা উত্তর সিটিতে ১২৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৩ জন, খুলনা বিভাগে ৩৭ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৩৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন ও সিলেট বিভাগে ৬ জন ভর্তি হয়েছেন।
একই সময়ে ৬৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এ পর্যন্ত মোট ৮৯,৬৩১ জন ছাড়পত্র পেয়েছেন।
২০২৫ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৯২,২১৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৩৭০ জনের মৃত্যু হয়েছে।
তুলনামূলকভাবে, ২০২৪ সালে মোট ১,০১,২১৪ জন রোগী ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল। ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩,২১,১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১,৭০৫ জনের মৃত্যু হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে