নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় চালক-যাত্রীসহ নিহত ৩
নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন প্রাণ হারিয়েছেন। শনিবার রাত ১২টার দিকে বগুড়া-মহাসড়কের সিংড়া উপজেলার বারইহাটি এলাকায় একটি যাত্রীবাহী বাসের চাপায় ব্যাটারিচালিত ভ্যানচালক মোজাম্মেল হক ও এক যাত্রী আখতার হোসেন নিহত হয়েছেন।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, বাসটি ভ্যানটিকে ধাক্কা দেয়ার ফলে ভ্যান দুমড়েমুচড়ে যায়। আহত মোজাম্মেল হক ও আখতার হোসেনকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। বনপাড়া হাইওয়ে পুলিশ দুর্ঘটনায় ব্যবহৃত বাসটি বড়াইগ্রামের রাজাপুর এলাকা থেকে জব্দ করেছে। তবে চালক ও সহযোগীরা পালিয়ে গেছেন।
অন্যদিকে, রোববার সকাল ৮টায় নাটোর-ঢাকা মহাসড়কের হযরতপুর বাজারে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ৯০ বছর বয়সী নাজিম উদ্দিন নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
ওসি মাহাবুর রহমান জানিয়েছেন, উভয় দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে