Views Bangladesh Logo

এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে দ্রুতগতির একটি প্রাইভেটকার উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শ্রীনগর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, মাওয়া থেকে ঢাকাগামী প্রাইভেটকারটির একটি চাকা হঠাৎ পাংচার হয়ে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই দুইজন মারা যান। পরে গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

আহত অপরজন আশঙ্কাজনক অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে প্রাইভেটকারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, “প্রাইভেটকারটি মাওয়া থেকে ঢাকামুখী ছিল। চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারানোর কারণে সড়ক বিভাজকে ধাক্কা লেগে উল্টে যায়। আমরা দুর্ঘটনাকবলিত গাড়িটি সড়ক থেকে সরিয়ে নিয়েছি, বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, নিহতদের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ