নড়াইলে বাঁশবোঝাই ট্রাকে বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৩
নড়াইলে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার রাত পৌনে ১১টার দিকে নড়াইল-যশোর মহাসড়কের বাঘারপাড়া উপজেলার ভাংগুরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল জেলার পুলিশ সুপার (এসপি) মো. রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫), যশোরের বাশদিয়া এলাকার বাসিন্দা আখতার হোসেন এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক আবু জাফর।
পুলিশের ভাষ্যমতে, বাঁশবোঝাই একটি ট্রাক সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং বাসের ভেতরে বাঁশ ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই আখতার হোসেন মারা যান।
গুরুতর আহত অবস্থায় আবু জাফর এবং এসআই নিক্কন আঢ্যকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবু জাফরের মৃত্যু হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এসআই নিক্কনকে ঢাকায় নেয়ার পথে তার অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে