মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত অন্তত ১৫
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ১৫ জন।
রোববার (১৩ জুলাই) বিকেলে মাগুরা সদরের রামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-মাগুরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ভ্যানের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ও এক নারী যাত্রী মারা যান। দুর্ঘটনার পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়।
নিহতদের মধ্যে ভ্যানচালক সাগর (৩০), মাগুরা সদরের গৌরীচরণপুর গ্রামের বাসিন্দা এবং যাত্রী রেশমা খাতুন (৩৫), দারমটোনা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। নিহত আরেকজনের পরিচয় এখনো জানা যায়নি।
আহতদের মধ্যে রয়েছেন তানিয়া (২০), সোহাগ (২৭), শামসুল (৩৪) ও সামিহা (৩০)। তাদের মাগুরা ও ঝিনাইদহের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন জানান, ভ্যানটি সড়কের বিপরীত দিক থেকে আসছিল। বাসের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই ভ্যানচালক নিহত হন। পরে বাসটি খাদে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে