Views Bangladesh Logo

টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

 VB  Desk

ভিবি ডেস্ক

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মধুপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ