চট্টগ্রামে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৩
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই নারীসহ তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের দোহাজারী পৌরসভার সোনাই বটতল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—চন্দনাইশের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কারিম বক্সুর স্ত্রী ফাতেমা বেগম (৭৫), সেলিম উদ্দিনের স্ত্রী শামিমা আক্তার (৩৭) এবং ময়মনসিংহ সদরের ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মী মো. শরিফুল ইসলাম (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাতেমা বেগম, শামিমা আক্তার ও পরিবারের আরও দুজন চিকিৎসার জন্য এক অটোরিকশায় দোহাজারী পৌরসভায় গিয়েছিলেন। চিকিৎসা শেষে ফেরার পথে আরেকটি অটোরিকশাসহ তারা বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগতির ঈগল পরিবহন বাস এসে একসাথে দুটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অন্তত ১২ জন আহত হন।
আহতদের দোহাজারী হাসপাতাল ও বিআইজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ফাতেমা বেগম ও শামিমা আক্তারকে মৃত ঘোষণা করা হয়। আর শরিফুল ইসলামকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মহিউদ্দিন জানিয়েছেন, দুর্ঘটনায় জড়িত বাস ও একটি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে