Views Bangladesh Logo

রংপুরে সড়ক দুর্ঘটনায় মা-শিশুসহ নিহত ৩

রংপুর-ঢাকা মহাসড়কে বালুবোঝাই ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও তার শিশু সন্তানসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার ভোর ৪টার দিকে রংপুর নগরীর দমদমা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপ ভ্যানের হেলপার আরিফ হোসেন (২০), পীরগাছার সাতদরগা এলাকার মোতালেব হোসেনের স্ত্রী শাহিনা বেগম (২৮) এবং তাদের এক বছর বয়সী ছেলে ওয়ালিদ হোসেন স্বাধীন।

পুলিশ জানিয়েছে, ঢাকাগামী বালুবোঝাই ট্রাকটি দমদমা সেতুর কাছে মহিগঞ্জগামী মালবাহী পিকআপটিকে ধাক্কা দেয়। ধারণা করা হচ্ছে, পিকআপ ভ্যানটি ইউটার্ন নেয়ার সময় এই সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আহতদের মধ্যে পিকআপচালক নিশাত মিয়া গুরুতরভাবে আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া নিহত শাহিনা বেগমের দেবর ও তার স্ত্রী সামান্য আঘাত পাওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপ ভ্যান দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার পর থেকেই ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ