হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় ফয়সালের স্ত্রীসহ ৩ জনের ৫ দিনের রিমান্ড
ঢাকার এক আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের স্ত্রী ও বান্ধবীসহ তিনজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে।
সোমবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানির পর এ আদেশ দেন।
আসামিরা হলেন ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, তার বান্ধবী মারিয়া আক্তার লিমা এবং ভগ্নিপতি ওহিদ আহমেদ সিপু।
তাদের ওইদিন সকালেই আদালতে উপস্থিত করা হয়। এর পরে তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের ইন্সপেক্টর ফয়সাল আহমেদ তাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন।
জনগণপক্ষের প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি রিমান্ডের পক্ষে যুক্তি দেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, রবিবার ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাভেদ পল্টন মডেল থানায় হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
মামলার বিবরণ অনুযায়ী, হাদি শুক্রবার, ১২ ডিসেম্বর, জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় আক্রান্ত হন। মোটরসাইকেলযোগে আগত দুই দুর্বৃত্তের একজন হাদিকে চলমান রিকশায় থাকা অবস্থায় মাথায় গুলি করে এবং সেখান থেকে পালিয়ে যায়।
হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে।
ডাক্তাররা জানিয়েছেন, বর্তমানে তার শারীরিক অবস্থা গুরুতর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে