মারা গেছেন থ্রি ইডিয়টস অভিনেতা অচ্যুত পোতদার
বলিউড ও মারাঠি সিনেমার প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অচ্যুত পোতদার সোমবার (১৮ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় মহারাষ্ট্রের থানের জুপিটার হাসপাতালে মারা যান। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
পোতদারের অভিনয় জীবন চার দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত ছিল, যেখানে তিনি ১২৫টিরও বেশি হিন্দি ও মারাঠি সিনেমায় অভিনয় করেছেন। তার বহুমুখী প্রতিভার জন্য তিনি বাণিজ্যিক সাফল্য পাওয়া সিনেমা এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত উভয় ধরনের সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
তার উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে রয়েছে 'আক্রোশ', 'অর্ধ সত্য', 'তেজাব', 'পারিন্দা', 'রাজু বন গ্যায়া জেন্টলম্যান', 'রঙ্গিলা', 'লাগে রাহো মুন্না ভাই', 'পরিণীতা', 'দাবাং ২' এবং 'ভেন্টিলেটর'। ২০০৯ সালের 'থ্রি ইডিয়টস' সিনেমায় একজন কলেজ অধ্যাপকের চরিত্রে অভিনয়ের জন্যও তিনি জনপ্রিয়তা লাভ করেন, যেখানে তার ‘আরে, ক্যাহনা কিয়া চাহতে হো?’ সংলাপটি বহুল প্রচলিত হয়েছিল।
পোতদার ভারতীয় টেলিভিশনেও পরিচিত মুখ ছিলেন। তিনি 'ভারত এক খোঁজ', 'প্রধানমন্ত্রী', 'অল দ্য বেস্ট', 'আহাত', 'ওয়াগলে কি দুনিয়া' এবং 'মাজা হোসিল না'-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন।
অভিনয় জীবন শুরু করার আগে পোতদার ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করেছেন এবং পরবর্তীতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে সিনিয়র পদে কাজ করেছেন। ১৯৯২ সালে অবসর গ্রহণের পর তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে