Views Bangladesh Logo

আবাসন পরিদপ্তরের ৩ কর্মকর্তা বরখাস্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

রকারি বাসা বরাদ্দে অনিয়ম, ঘুষ দাবি ও দুর্নীতির অভিযোগে আবাসন পরিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—উপপরিচালক রাশেদ আহাম্মেদ সাদী, সহকারী পরিচালক বিলাল হোসাইন এবং সহকারী হিসাবরক্ষক মো. নজরুল ইসলাম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, চাকরির গ্রেড ও বেসিক বেতন বিবেচনা না করে সরকারি বাসা বরাদ্দের সুপারিশ, ডি-১ ও ডি-২ শ্রেণির বাসা বরাদ্দের ক্ষেত্রে আবেদনকারীর কাছ থেকে বড় অঙ্কের ঘুষ দাবি এবং চলতি বছরের ৭ সেপ্টেম্বর বাসা বরাদ্দ সংক্রান্ত সভায় দায়িত্ব পালনে অনিয়মসহ নানা দুর্নীতি ও অসদাচরণের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগের দিন বৃহস্পতিবার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, উপপরিচালক রাশেদ আহাম্মেদের বিরুদ্ধে সরকারি বাসা বরাদ্দে সিন্ডিকেটের মাধ্যমে বিপুল অর্থ ও স্থাবর সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তারা চাকরিতে বহাল থাকলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারেন এবং তদন্ত প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারেন।

সাময়িক বরখাস্ত থাকাকালীন তারা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ