যশোরে এসিড নিক্ষেপে একই পরিবারের ৩ জন আহত
যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় এসিড নিক্ষেপে এক পরিবারের ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে আহত হন মা, মেয়ে ও আট বছরের একটি ছেলে।
পুলিশ জানায়, রাতের বেলায় বাড়ির জানালা দিয়ে এসিড ছোড়া হয়। আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. জুবায়ের আহমেদ জানান, শিশুটির পা ও শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। মা ও মেয়েও এসিডে ঝলসে গেছেন, তাদেরও নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার নূর-এ-আলম সিদ্দিকী জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের খোঁজ নিয়েছে।
আহতদের পরিবারের পক্ষ থেকে ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় একমাত্র অভিযুক্ত হিসেবে মথবাড়ি গ্রামের ২২ বছর বয়সী জসিম উদ্দিনের নাম উল্লেখ করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
এদিকে র্যাব-৬ এর স্কোয়াড্রন লিডার মো. রাসেল জানান, ঘটনার পরপরই র্যাব অভিযান শুরু করেছে এবং সন্দেহভাজনের সন্ধানে অভিযান চলছে।
গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আহত কিশোরী জানান, অভিযুক্ত জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে তাকে হয়রানি ও হুমকি দিয়ে আসছিলেন। তাদের পরিবার পরিকল্পিতভাবে টার্গেট হয়েছে বলে অভিযোগ করেন তিনি। কিশোরী বিচার ও আইনি সুরক্ষা চেয়েছেন।
পুলিশ ও র্যাব জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে