বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুইজনসহ নিহত ৩
বান্দরবানের রাংলাই হেডম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন মারা গেছেন। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওরকান ম্রো (৭১), তার নাতিন তুমলে ম্রো (১৭) এবং সাবেক মেম্বার চিত্তুর পুত্রবধু রুলেন (৩৫)। তারা সবাই রাংলাই হেডম্যানপাড়ার বাসিন্দা।
স্থানীয়রা জানান, রোববার দিবাগত রাতে বান্দরবান সদর উপজেলার ওয়াইজংশন এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় বৃষ্টি হয়। এ সময় শর্টসার্কিট হয়ে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এতে পাড়ার বাকী বাসিন্দাদের ঘরে বিদ্যুৎ ছড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনেকেই আহত হয়।
তারা আরও জানান, বৃষ্টি হলেই ট্রান্সফরমারটিতে প্রায় আগুন ধরে যায়। এ বিষয়টি বিদ্যুৎ বিভাগে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি।
স্থানীয় সাবেক ইউনিয়নের চেয়ারম্যান রাংলাই ম্রো বলেন, বৃষ্টিতে ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক ট্রান্সফরমারটি বিস্ফোরিত হয়ে পাড়ার বাকি ঘরগুলোতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার আত্মীয়সহ তিনজন মারা গেছে। এ সমস্যার কথা বিদ্যুৎ বিভাগে জানানোর পরও তারা ব্যবস্থা নেয়নি। বিদ্যুৎ বিভাগের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার পর সোমবার (১৪ জুলাই) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন।
এ ব্যাপারে বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমির বলেন, ওয়াইজংশন রাংলাই পাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে হতাহতের খবর পেয়েছি। ঘটনাস্থলে বিদ্যুৎ বিভাগের লোকজনদের পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো যাবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে