Views Bangladesh Logo

আশুলিয়ায় লরি চাপায় নারী ও শিশুসহ নিহত ৩

সাভারের আশুলিয়ায় একটি লরির চাপায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পর মারা যান বাকি দু’জন। ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাইপাইলের দিক থেকে একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। পথের মাঝে সড়কে পানি জমা থাকায় রিকশাটি মাঝখান দিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রাস্তায় থাকা একটি গর্তে পড়ে রিকশাটি উল্টে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি লরির পিছনের চাকার নিচে পড়ে যান রিকশাচালকসহ যাত্রীরা।

ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আরও দুইজন একজন নারী ও একজন শিশুকে মৃত ঘোষণা করেন। আহত একজন এখনও চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ জানান, 'আমি রাস্তা পার হচ্ছিলাম। হঠাৎ দেখি রিকশাটি গর্তে পড়ে উল্টে গেল। সঙ্গে সঙ্গে একটি বড় লড়ি এসে পিছনের চাকার নিচে ফেলে দেয় যাত্রীদের। মুহূর্তেই একজন প্রাণ হারায়।'

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহমেদ জানান, 'ঘটনাস্থলে একজন মারা যান, পরে হাসপাতালে আরও দুইজনের মৃত্যু হয়। অটোরিকশাটি উল্টো পথে চলছিল। রাস্তার গর্ত দুর্ঘটনার অন্যতম কারণ। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধ করলেও আমরা দ্রুত তাদের সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।'

ঘটনার পরপরই লরির চালক পালিয়ে যান। তাকে আটকের জন্য অভিযান চলছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ