আশুগঞ্জে কালনি এক্সপ্রেসের ৩ বগি বিচ্ছিন্ন
সিলেট থেকে যাত্রী নিয়ে ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কালনি এক্সপ্রেসের তিনটি বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে আশুগঞ্জ উপজেলায় তালশহর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
এর ফলে ঢাকা-সিলেট এবং ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপ লাইন দিয়ে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল।
এ ব্যাপারে তালশহর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. শহিদুল ইসলাম বলেন, সিলেট থেকে ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশন ছেড়ে আসার পর তালশহর স্টেশন অতিক্রম করার সময় হঠাৎ করে পিছনের তিনটি বগির জয়েন্ট খুলে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি আরও বলেন, দুর্ঘটনার পরপরই রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত ইঞ্জিন এবং সামনের বগিগুলোকে পেছনে এনে বিচ্ছিন্ন হওয়া বগিগুলোর সাথে পুনরায় সংযুক্ত করে। এরপরই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে