Views Bangladesh Logo

রাকসু নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ থেকে সরে দাঁড়ালেন আকিলসহ ৩ প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলে ভাঙন দেখা দিয়েছে। একে একে তিনজন প্রার্থী প্যানেল থেকে নিজেদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে প্যানেলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদপ্রার্থী আকিল বিন তালেব এক ফেসবুক পোস্টে সরে দাঁড়ানোর কথা জানান। এর আগে মিডিয়া ও প্রকাশনা সম্পাদক পদপ্রার্থী ফাহির আমিন এবং সহমিডিয়া ও প্রকাশনা সম্পাদক প্রার্থী এম শামীমও একই ঘোষণা দেন।

এই প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মেহেদী সজীব এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার।

ফেসবুকে দেয়া পোস্টে এজিএস পদপ্রার্থী আকিল বিন তালেব লেখেন, ‘সাম্প্রতিক নানা বাস্তবতায় এবং ব্যক্তিগত কিছু কারণে আমি “আধিপত্যবিরোধী ঐক্য” প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছি। একটি প্যানেল মূলত টিমওয়ার্কের মাধ্যমে গড়ে ওঠে, তবে শেষ পর্যন্ত নির্বাচনে জয়ী হওয়ার বিষয়টি নির্ভর করে ব্যক্তির যোগ্যতা, সততা ও কর্মদক্ষতার ওপর। আমাদের ভেতরে পারস্পরিক বোঝাপড়ার কিছু ঘাটতির কারণে অনেকে ইতিমধ্যে সরে দাঁড়িয়েছেন। আমিও সেই ধারাবাহিকতায় আজ প্যানেল থেকে সরে যাচ্ছি।’

আকিল বিন তালেব আরও বলেন, তিনি রাকসু নির্বাচনে এজিএস ও সিনেট সদস্য—এই দুটি পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন; কিন্তু একসঙ্গে দুটি পদে প্রচার চালানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই তিনি এখন শুধু সিনেট সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ফাহির আমিন এবং ১৭ সেপ্টেম্বর এম শামীমও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন।

প্যানেল ভাঙনের বিষয়ে জানতে ভিপি প্রার্থী মেহেদী সজীব ও জিএস প্রার্থী সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ