Views Bangladesh Logo

রাজশাহীতে তিন প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

রাজশাহী জেলার ছয়টি সংসদীয় আসনের তিন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।

প্রশাসন জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম অনুষ্ঠিত হবে।

এর আগে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নির্বাচনি সেল থেকে জানানো হয়, রাজশাহীর দুটি আসনের তিনজন প্রার্থী মঙ্গলবার বিকেলে তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল মঙ্গলবার এবং নির্ধারিত সময়ের মধ্যেই তারা রিটার্নিং কর্মকর্তার দপ্তরে আবেদন জমা দেন।

দিনের শেষভাগে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী সুলতানুল ইসলাম তারেক তার মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

রাজশাহী-২ (সদর) আসনে জামায়াতের জোটভুক্ত এলডিপির প্রার্থী মো. ওয়াহেদুজ্জামান মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তিনি জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীরের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এ ছাড়া কোনো জোটে না থাকা ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুহাম্মদ ফজলুল করিমও জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে রাজশাহী-২ (সদর) আসন থেকে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ