নাটোরে মাদ্রাসার নামে চাঁদা তুলতে গিয়ে তিনজন মারধরের শিকার
নাটোরে মাদ্রাসার নামে চাঁদা তুলতে গিয়ে তিনজন মারধরের শিকার হয়েছেন এবং জোর করে তাদের মাথার চুলও কেটে দেয়া হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে নলডাঙ্গা উপজেলার বৈদ্যবেলঘরিয়া কামাল মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০) একই গ্রামের মৃত হামজা প্রামাণিকের ছেলে মো. রফিকুল ইসলাম (৩৬) এবং মৃত ফিরোজ হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২৩)।
নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, ওই তিনজন চলনবিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দেখিয়ে দোকানপাট ও বাড়িঘরে ঘুরে ঘুরে জন প্রতি ২০-৩০ টাকা করে চাঁদা তুলছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হয়।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বৈদ্যবেলঘরিয়া কামাল মোড়ে কয়েকজন তাদের কাছে গিয়ে চাঁদা তোলার বৈধতা জানতে চান। একপর্যায়ে তাদের ‘প্রতারক’ সন্দেহে আটক করে মারধর করা হয় এবং মাথার চুল কেটে দেয়া হয়। তাদের কাছে থাকা প্রায় ৫ হাজার টাকা ও একটি হাতঘড়িও নিয়ে নেয়া হয়।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রাতে থানায় মামলা হয়েছে। ওসি জানান, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে