Views Bangladesh Logo

লিবিয়ায় মানবপাচার চক্রের হাত থেকে পালিয়ে দেশে ফিরলেন তিন বাংলাদেশি

 VB  Desk

ভিবি ডেস্ক

লিবিয়ায় মানবপাচার চক্রের হাতে দীর্ঘ নয় মাস বন্দি ও নির্যাতনের শিকার হয়ে বুধবার দেশে ফিরেছেন তিন বাংলাদেশি।

পালিয়ে আসা বাংলাদেশিরা হলেন, ঝিনাইদহের মতিউর রহমান সাগর, কুষ্টিয়ার তানজির শেখ এবং নোয়াখালীর আলমগীর হোসেন বুধবার (৯ জুলাই) বুরাক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বলে নিশ্চিত করেছে ব্র্যাক।

ইতালিতে চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে তাঁদের লিবিয়ায় পাঠানো হয়েছিল। জানা গেছে, সাগর ও তানজির চার লাখ টাকা এবং আলমগীর তিন লাখ টাকা করে পাচারকারীদের দিয়েছিলেন। কিন্তু চাকরির পরিবর্তে তাঁদের ত্রিপোলির একটি মাফিয়া গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হয় এবং আরও প্রায় ৮০ জন বাংলাদেশির সঙ্গে বন্দি রাখা হয়। সেখানে তাঁদের উপর চলে দীর্ঘদিনের শারীরিক নির্যাতন ও মুক্তিপণ আদায়ের চেষ্টায় নির্মম নির্যাতন। পাচারকারীরা নির্যাতনের ভিডিও পরিবারগুলোর কাছে পাঠাতো। একপর্যায়ে মনে করে যে তাঁরা মারা গেছেন, পাচারকারীরা তাঁদের মরুভূমিতে ফেলে রেখে যায়।

ভাগ্যক্রমে, কিছু বাংলাদেশি শ্রমিক তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরিবারের আবেদনের পর ব্র্যাক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবপাচার প্রতিরোধ দপ্তর (TIP), ইন্টারন্যাশনাল জাস্টিস মিশন (IJM) এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় তাঁদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

এ ঘটনায় ঢাকায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে দুটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) মামলার তদন্ত করছে এবং এ পর্যন্ত দুইজন সন্দেহভাজন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

তানজির শেখ বলেন, ‘আমাদের হাত-পা বেঁধে লোহার রড দিয়ে মারতো। আমাদের পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে মুক্তিপণ চেয়েছে। পরে ভেবে নিয়েছে আমরা মারা গেছি, তাই মরুভূমিতে ফেলে গেছে। কখনো ভাবিনি আমি বাঁচবো।’

ব্র্যাকের অভিবাসন কর্মসূচির সহযোগী পরিচালক শরিফুল হাসান বলেন, ‘অনেকেই ইউরোপে যাওয়ার স্বপ্নে লিবিয়ায় পাচারের শিকার হন। সেখানে তাঁরা বন্দি শিবিরে নিপীড়নের শিকার হন। এরপরও ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেক বাংলাদেশিকে ঝুঁকির মধ্যে ঠেলে দিচ্ছে।’

ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ম্যানেজার আল আমিন নয়ন জানান, জুনের শেষ সপ্তাহেও মানবপাচারের শিকার আরও দুইজনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ